মো: নুর ইসলাম সবুজ,
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নে দিনভর গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
তিনি সকাল থেকে রাত পর্যন্ত ১,৪,৬ ও ৭নংওয়ার্ডে পথসভা করাসহ নানা শ্রেণি-পেশার মানুষের সাথে সাক্ষাৎ করেন।
এসময়ে তিনি বলেন, নির্দোষ তারেক রহমান আওয়ামী সরকারের আক্রোশের শিকার হয়েছেন। তারেক রহমানকে নিয়ে নানা চক্রান্তের জাল ছড়ানো হয়েছে। বিএনপির দু:সময়ে আমি কর্মীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। এখন আমরা একটা সুন্দর দিনের স্বপ্ন দেখি। সে স্বপ্ন বাস্তবায়নে বিএনপি নেতা- কর্মীদের ঐক্যের বিকল্প নেই। শেখ হাসিনা সরকারের এমপি-মন্ত্রীরা জনগণের সম্পদ লুণ্ঠন ও অর্থ পাচারসহ বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত ছিল। বিগত সরকার যে পরিমাণ অত্যাচার-নিপীড়ন করেছে তা এ দেশের মানুষ ভুলতে পারবে না। আওয়ামী লীগ সরকারে থাকা পলাতকদের অবিলম্বে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। সেই সঙ্গে দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব রবিউল ইসলাম রবি।