
মোঃ রিপন হাওলাদার
( প্রহর) নামে একটি ব্যান্ড দলের আত্মপ্রকাশ: এই সময়ে নতুন তরুণ কন্ঠ শিল্পী নিয়ে প্রহর ব্যান্ডের যাত্রা শুরু, গত শুক্রবার ১৮/০৮/২০২৩, ইং নতুন: ৮ জন শিল্পী নিয়ে গানের প্যাক্টিস এর মাধ্য দিয়ে যাত্রা শুরু করলো প্রহর ব্যান্ড, প্রহর ব্যান্ডের প্রতিষ্ঠাতা শিল্পী কবির বাঙালির পরিচালনায়: চলবে প্রহর ব্যান্ড তার সাথে আছেন আরও ৮ জন কন্ঠ শিল্পী তারা হলেন। শিল্পী বিএম পলাশ, শিল্পী পাগলা সোহাগ,শিল্পী লুছি, শিল্পী মৌসুমী শীমা,শিল্পী চিশতী বিপ্লব, শিল্পী ফারুক নুরী, শিল্পী সামস শামিম,শিল্পী ও গিটারিস্ট হাসিব,শিল্পী সোহানুর রহমান সোহান, জিবন খান- শিল্পী, জীবন,১ শিল্পী, জীবন খান,২
সবাইকে নিয়ে একসাথে পথা চলতে চাই সারাজীন শাক্ষাৎকার কালে শিল্পী কবির বাঙালি এসব কথা বলেন তিনি আরও বলেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যেনো আমরা সবাই সারাজীবন প্রহর ব্যান্ডের সাথে থেকে বাংলাদেশ কে সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি ও আপনারা আমাদের কে কনসার্ট প্রোগ্রাম দিবেন সহযোগিতা করবেন ও আমরা যেনো বাংলাদেশ কে প্রহর ব্যান্ডের মাধ্যমে কিছু উপহার দিতে পারি এই জন্য সবার দোয়া ও ভালোবাসা চাই।
(প্রহর) ব্যান্ডের
উপদেষ্টা: মণ্ডলীর সদস্য : শিল্পী: এস এম সোহেল : শিল্পী পূর্ণ মিলন:শিল্পী: জাকির মাহমুদ নানা, অনুপ সরকার।
আর /এস/সরে