নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনে থাকা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহের শেষ দিকে প্রকাশিত হতে পারে। আগামী সোমবার অথবা মঙ্গলবার ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হতে পারে বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির একটি সূত্র জানিয়েছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সমন্বয় হিসেবে থাকা অধ্যাপক জিয়া রহমানের অকাল মৃত্যুর ফলশ্রুতিতে পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম কিছুটা পিছিয়েছে। এ ইউনিটসহ অন্যান্য ইউনিটের ফলাফল প্রায় প্রস্তুত। তবে তা এখনো উপাচার্যের দপ্তরে পাঠানো হয়নি।
ওই সূত্র আরও জানিয়েছে, আগামী সোমবার (২৫ মার্চ) অথবা মঙ্গলবার (২৬ মার্চ) ফলাফল ঢাবি উপাচার্যের কাছে পাঠানো হতে পারে। এরপর পরবর্তি বুধবার (২৭ মার্চ) অথবা বৃহস্পতিবার (২৮ মার্চ) ফলাফল প্রকাশ করা হতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।