রিপোর্টার মাসুম ইসলাম,
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-২ আসনের নৌকা মার্কার কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২৯ নভেম্বর) সন্ধ্যায় তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার চেয়ারম্যানবাড়ীতে উক্ত কার্যক্রম সম্পন্ন হয়।ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর এর সভাপতিত্বে এবং ঢাকা জেলা (উত্তর) সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে এ্যাডঃ কামরুল ইসলাম কে পূনরায় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করতে উপস্থিত সকলে অঙ্গীকার করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,সাভার উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন,আমিন বাজার ইউনিয়ন আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রকিব আহমেদ,তেঁতুলঝোড়া ইউনিয়ন আ,লীগের সভাপতি আলতাফ হোসেন বেপারী এবং সাধারণ সম্পাদক মোঃ শাহআলম,আমিন বাজার ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হাসান,সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ,ভাকুর্তা ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক হাজী আঃ বাতেন,ঢাকা জেলা(উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম,সাভার উপজেলা ছাত্রলূগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমূখ।