সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার:
নরসিংদী আন্ত জেলা বাস মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধার ব্যাক্তিগত অফিস ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ভূইয়ার বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে ঢাকা সিলেট – মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে শ্রমিকনেতাদের একাংশ। এসময় সড়কে যান চলাচল বন্ধ থাকায় নরসিংদীর সাহেপ্রতাপ মোড় এলাকায় অন্তত ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়৷
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে দুবৃত্তরা সাহেপ্রতাপ মোড়ের অফিস ভাংচুর করলে সন্ধ্যা পৌনে ৭ টা থেকে রাত পৌনে ৮ অব্দি সড়কে ট্রাকের ব্যারিকেট ফেলে সড়ক অবরোধ করে রাখে সভাপতি সারোয়ার মৃধার সমর্থক ও পরিবহন শ্রমিকরা। রাত ৮ টার দিকে শ্রমিক নেতাদের সিদ্ধান্তে সড়কের অবরোধ সরিয়ে নেয় পরিবহন শ্রমিকরা। এরপর রাত সাড়ে ৮ টার দিকে সড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। শ্রমিক নেতাদের অভিযোগ, ২ মাস আগে ঘোষণা হওয়া বাস মালিক সমিতির কমিটিতে স্থান না পেয়ে একদল এই ঘটনা ঘটিয়েছে।