

সরেজমিন প্রতিবেদক
অাজ (২৬ জুন) রোজ সোমবার মোহাম্মদপুরে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনালে ক্রিকেট পুরুষ বিভাগে রাজধানীর মোহাম্মদপুর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ৩৯ নং ওয়ার্ড বনাম ২৭ নং ওয়ার্ড। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়ার্ড নং ২৭। ব্যাট হাতে ৭ উইকেটের বিনিময়ে ১২৭ রান সংগ্রহ করে ওয়ার্ড নং ৩৯। জবাবে ব্যাট করতে নেমে ৮৩ রানে অলআউট হয়ে যায় ওয়ার্ড নং ২৭ এবং এরই সাথে ৪৪ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় ৩৯ নং ওয়ার্ড। প্লেয়ার অফ দা ম্যাচ হয়েছেন শামীম ।
এর আগে রবিবার (২৫ জুন) রাজধানীর ইউল্যাব মাঠে ক্রিকেট নারী বিভাগে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ৩৭ নং ওয়ার্ড বনাম ২৮ নং ওয়ার্ড। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ২৮ নং ওয়ার্ড। ব্যাট হাতে ৩ উইকেটের বিনিময়ে ৯৭ রান সংগ্রহ করে ওয়ার্ড নং ৩৭। জবাবে ব্যাট করতে নেমে ৮৭ রানে অলআউট হয়ে যায় ২৮ নং ওয়ার্ড এবং এরই সাথে ১০ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় ৩৭নং ওয়ার্ড। প্লেয়ার অফ দা ম্যাচ হয়েছেন ববি খাতুন।
উল্লেখ্য, ‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দুরে রাখি – এই স্লোগান নিয়ে গেল ২০২১ সাল থেকে মেয়র’স কাপ আয়োজন করে আসছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ক্রিকেটের পাশাপাশি ভলিবল ও ফুটবল ইভেন্টে অংশ নিচ্ছে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের খেলোয়াড়রা।’
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনালে পুরস্কার বিতরণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো: আতিকুল ইসলাম।