তাহের তারেক
স্টাফ রিপোর্টার
ঢাকা আরিচা মহাসড়কে যান জটের অন্যতম কারণ হচ্ছে ব্যাটারিচালিত থ্রি হুইলার। তিন চাকারি এই বাহনটির কারণে হর হামেশাই দুর্ঘটনা ঘটছে। এই বাহনটির চালকদের কোনরকম প্রশিক্ষণ না থাকার কারণে সিগনাল নাবুঝে রাস্তা পারাপার হচ্ছে। এতে করে পরিবহন চালকদের গাড়ি চালাতে অনেক সমস্যা হচ্ছে। এই ব্যাটারি চালিত অবৈধ থ্রি হুইলার মহাসড়কে চলাচল বিধি নিষেধ আরব থাকলেও মানছেন না থ্রি হুইলার চালকরা।
মহাসড়কে ই লোকাল লেন মেনলেনএবং উল্টো পথে চলাচলের কারণেই ঘটছে দুর্ঘটনা। যানজটের প্রধান প্রধান পয়েন্ট গুলো হচ্ছে সাভার থানা স্ট্যান্ড ,সাভার বাজার রোড ,সি এন্ড বি স্ট্যান্ড, বিশমাইল স্ট্যান্ড ,নবীনগর, পল্লী বিদ্যুৎ ,বাইপাল ও আশেপাশের প্রত্যেকটা স্ট্যান্ডে , যানজটের সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে থ্রি হুইলার। তিন চাকার অবৈধ বেটারি চালিত যানটির ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সোগতুল আলম বলেন। তিন চাকার এই অবৈধ যানটির ব্যাপারে আমরা তৎপর রয়েছি। তিনি বলেন প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সাভার হাইওয়ে থানার আওতাধীন সবগুলো পয়েন্ট এই অভিযান অব্যাহত থাকবে।