মোঃ রবিউল ইসলাম রবি স্টাফ রিপোর্টার-
পবিত্র ঈদুল আযহার আনন্দ-কে স্মরণীয় করে রাখতে ঢাকাস্থ (সাতক্ষীরা) দেবহাটা উপজেলার একঝাঁক মানুষ দেবহাটাতে যান এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি কিছু সামাজিক কাজও করেন। দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা এর নিবেদিত প্রান খাইরুল ইসলাম ও তাহাজ্জাত হোসেন হিরুর নেতৃত্বে ব্যক্তিগত ভাবে ডেপুটি সেক্রেটারি আবুল হাসান, রিয়াজুল ইসলাম হাসা, সফিউল আহসান পলাশ, আরিফুল ইসলাম, ব্যাংকার সুমন, আহসান উল্লাহ ও শামীম আহমেদ সুমন এর সহযোগিতায় দেবহাটার পারুলিয়ার কিছু দুঃস্থ রুগীদের খোঁজ-খবর নেয়া ও চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা দেন।তার ভিতর অন্যতম খেজুর বাড়িয়ার ক্যান্সারে আক্রান্ত সফুরা বেগম এবং পারুলিয়ার রিয়াজুল ইসলাম (লিভার ডিজেস) এই ২ জনকে। আরো ৩ জন রুগিকে বাড়ীতে গিয়ে খবর নেয়া ও চিকিৎসার সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার নবাব আলী,এ্যাডভোকেট শাহিন সহ ও এলাকার বেশ কিছু ব্যাক্তিবর্গ।