
তাহের তারেক,
সুজলা সুফলা শস্য শ্যামলের দেশ আমাদের এই বাংলাদেশে যে কথাটি আমরা আমাদের কবিদের ভাষায় পড়েছি তারি বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, ঢাকার প্রাণকেন্দ্রে ঢাকা জেলার ধামরাই উপজেলায় আলাদীন,স পার্কের প্রতিষ্ঠাতা।
ঢাকা জেলার ধামরাই উপজেলায় আলাদীন,স পার্কেটি অবস্থিত সুস্থ ধারার একটি বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে আলাদীন স পার্কেটি, বর্তমান বাংলাদেশে বিনোদন কেন্দ্রিক হাজার হাজার বিনোদন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান আলাদীন স পার্ক মনোরম পরিবেশের বিনোদন কেন্দ্র হচ্ছে এই আলাদীন স পার্ক,।
আপনি আপনার স্কুল ,কলেজ ,উনিভার্সিটি,ও যেকোনো প্রতিষ্ঠানের পার্টি বুকিং দিতে পারেন, আপনি চাইলে আগে পার্কটি ভিজিট করুন পরে সিদ্ধান্ত নিন,।
পার্কটির বিশেষত্ব ও বৈশিষ্ট্য, পার্ক টিতে অনেক রাইট রয়েছে যার মধ্যে হচ্ছে অন্যতম সুইমিং পুল, ওয়াটার ডিজে ফ্লোর, হুইল কোস্টার, রোলার কোস্টার, ওয়াটার প্যাডেল বোর্ড, ও বাচ্চাদের জন্য রয়েছে অর্ধ-শত অত্যাধুনিক রাইট।
এ পার্কটিতে আপনি চাইলে আপনার স্বপরিবার নিয়ে বিনোদনের সহিত ঘুরে যেতে পারেন এ পার্ক র্টিতে শুধু বাংলাদেশী নয় বিদেশি প্রতিষ্ঠানের পার্টি চলে , পার্কটি সুনামের শহীদ সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ।
সকল প্রতিষ্ঠানের অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আলাদীন স পার্কে বুকিং চলছে সুস্থ ধারার বিনোদন নিতে চাইলে এক্ষুনি চলে আসুন ঢাকার অদূরে গড়ে ওঠা আলাদীন স পার্কে।