
চট্টগ্রাম ব্যুরো- ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের এক সদস্যের মৃত্যুহয়েছে।সিএমপির বরাতে জানা যায় ঐ ব্যাক্তির নাম এমাদুল হোসেন (৩২)।
সোমবার (২১ আগস্ট) দুপুরে নগরের এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান।এমাদুল হোসেন সিএমপির ট্রাফিক উত্তর বিভাগেকর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের মান্দারী টোলার আবু বক্করের ছেলে
এভারকেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার আলী নেওয়াজ সাব্বির বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গু উপসর্গ নিয়ে গতকাল রাতেএক পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হন। দুপুরে তিনি মারা যান। তিনি ডেঙ্গুর হেমোরজিক সিনড্রোম জটিলতায় ভুগছিলেন।