
মোঃ রিপন হাওলাদার
রাজধানীর বাড্ডায় সূ-শীল সমাজের সাথে পুলিশি সেবা নিয়ে’ওপেন হাউজ ডে ‘মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “বঙ্গবন্ধুর বাংলাদেশে,পুলিশ আছে জনতার পাশে” স্লোগানকে ধারন করে জনসারণের কাছে আইনী সেবা তরান্বিত করতে এই ওপেন হাউজ ডে ‘র আয়োজন করে বাড্ডা থানা।
২৯ জুলাই শনিবার সকাল ১১ টায় মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের সানজি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।বাড্ডা থানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমার কাছে আজকের আলোচনায় চারটি বিষয় খুবই নজরে আসলো তা হলো, কিশোর গ্যাং মাদক,অটো রিকশা, ইভটিজিং।
আর অন্যান্য যে অপরাধ প্রবণতা রয়েছে সে বিষয়ে গুলো আমরা নোট করে নিয়েছি।যেহেতু বাড্ডা অত্যন্ত ঘণবসতি এলাকাআপনাদের পরিপূর্ণ সহযোগিতা পেলে আমাদের দায়িত্ব পালন করতে আরো সহজতর হবো।আপনাদের সকল প্রকার সামাজিক নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।
সমাজের শান্তি শৃংখলা বাজায় রাখতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা সর্বদা প্রয়োজন ।আমরা আপনাদের হাত ধরে সকল প্রকার সামাজিক অবক্ষয় নির্মূল করে একটি বাসযোগ্য নিরাপদ সমাজ গড়ে তুলবো।যে কোন ধরনের অপরাধ কর্মকাণ্ডকে দমন করতে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে আমরা পুলিশ বাহিনী সর্বদা অঙ্গীকার বদ্ধ ।এ কাজে আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি।
উন্মুক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম ,৪২ নং ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনছার মিন্টু। মানবাধিকার সংস্থা রিহাফ এর চেয়ারম্যান এইচ এম আব্দুর রাজ্জাক রাজ সহ বিভিন্ন ব্যবসায়ী,রাজনৈতিক ও সামাজিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় আরো উপস্থিত ছিলেন বাড্ডা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসানুজ্জামান মোল্লা , সহকারী পুলিশ কমিশনার তহাছির জাহান বাবু তারা উভয়ে সর্বোত্তম সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাইউম তার বক্তব্যে বলেন সদ্য আমি এই থানায় যোগদান করেছি। আজকের মতবিনিময় সভায় যে সকল সমস্যাগুলো চিহ্নিত হয়েছে এগুলোর আমার নোট নিয়েছি।
পর্যায়ক্রমে থানা এলাকার আইন শৃংখলা রক্ষায় সমস্যা সমাধানকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।তবে দৃঢ়ভাবে অঙ্গীকার ব্যক্ত করছি ডিসি গুলশান মহোদয়ের নির্দেশনা মেনে সকল ধরনের অপরাধ নির্মূলে সচেষ্ট থাকবো। সঞ্চালনায় ছিলেন বাড্ডা থানার পুলিশ পরিদর্শক , অপারেশন নুরে আলম সিদ্দিক মাসুম। এসময় বাড্ডা থানার পাঁচ বিট ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।