
মোঃ রিপন হাওলাদার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রের নির্দেশ অমান্য করে অনুমতি ছাড়াই গাছ নিধন করা হচ্ছে।
নগরীর সড়কের পাশে সারিবদ্ধভাবে বেড়ে ওঠা গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অপরিসীম গুরুত্ব রাখছে।কিন্তু একটি বৃক্ষ নিধন চক্র তাদের সাময়িক সুবিধা ভোগের আশায় নির্মল অক্সিজেন প্রদানে সহায়ক মহামূল্যবান পরিপক্ক এসব গাছ কেটে পরিবেশের ভারসাম্য চরম হুমকিতে ফেলছে। নানা অজুহাতে কৌশল করে তদারক সংস্থার নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছে মতো গাছ কেটে উজাড় করছে স্বার্থনেস্বী চক্র।
ডিএনসিসির অনুমতি ছাড়া আওতাধীন এলাকার যে কোন গাছ কাটার উপরে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে বে-বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে।
গত ২৮ জানুয়ারি রবিবার বনানী ১৯ নং ও ১৩ নং সড়ক এলাকায় এমন বেশ কয়েকটি গাছ কাটার চিহ্ন দেখা গিয়েছে।
১৯ নং সড়কে আরো একটি গাছ কাটার সময় নিধন কাজে সম্পৃক্ত ব্যক্তিদের কয়েক জন সচেতন পথচারী বাঁধা দিয়ে জানতে চাইলে তাঁরা মোস্তফা নামে এক ব্যক্তির নির্দেশে গাছগুলো কাটছে বলে অকাপটে স্বীকার করে।
গাছগুলো তদারকি সংস্থার অনুমতি নিয়ে কাটা হচ্ছে কি না এবিষয়ে সড়ক পরিদর্শক সিদ্দিক মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,
এসব গাছ কাটতে আমাদের কোন অনুমোদন নেওয়া হয়নি। অনুমতি ছাড়া গাছ কাটা হচ্ছে এমন সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের বাঁধা দিলে বাড়ির মালিক আমার কোন বাঁধা মানেনি।
বিষয়টি আমার অঞ্চল প্রধানকে জানিয়েছি।আমরা বাড়ির মালিকের বিরুদ্ধে যথাযথ নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছি।
গাছ নিধন কাজে সম্পৃক্ত ব্যক্তিদের বক্তব্যের সূত্র অনুযায়ী নিধন কাজের নির্দেশ দাতার সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন,আপনি যা পারেন করেন।আপনি আমাকে ফোন দিয়েছেন কেন আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবো বলে প্রতিবেদককে হুমকি মূলক বক্তব্য দেন।