
মোঃ রিপন হাওলাদার
দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা এ্যাওয়ার্ড সন্মাননা ২০২৩ ইং।
রবিবার ১৮ জুন বাবা দিবসে রাজধানীর গুলশান ক্লাবে গর্বিত বাবা ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ জন গর্বিত বাবাকে সন্মাননা দেওয়া হয়।
এ বছর ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা এ্যাওয়ার্ড প্রাপ্তরা হলো অলরাউন্ডার সাকিব আল হাসান এর বাবা খন্দকার মসরুর রেজা, অনুপ্রেরণা মূলক বক্তা সোলায়মান সুখন এর বাবা আবদুল ওয়াদুদ ,ফুড ব্লগার ইফতেখার রাফসানের বাবা মোঃ জাকারিয়া বখশ, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বাবা বজলুর রশীদ খান, চলচ্চিত্র পরিচালক রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী, উন্নয়নকর্মী আমেনা খাতুনের বাবা আমিনুল ইসলাম,নারী উদ্যোক্তা সাবিকুন নাহার মৌ’র বাবা মোঃ আকবর হোসেন, লেখক ও কলামিস্ট হাবিবুল্লাহ’র বাবা খলিল উল্যা।
ব্যাংক কর্মকর্তা মোঃ রিয়াজুল হক এর বাবা মোঃ মজিবর রহমান শেখ, কর্পোরেট লিডার এম মাহবুবুর রহমানের বাবা মোঃ মজিবুর রহমান,ব্লগার বারিশ হক এর বাবা নাজমুল হক,সমাজ সেবক ড.আদেলী এদিব খানের বাবা শাহনেওয়াজ খান,নারী ফুটবলার মনিকা চাকমার বাবা বিন্দু কুমার চাকমা, অভিনেত্রী নুসরাত ফারিহা মাজহার বাবা মোঃ মাজহারুল ইসলাম।
বিজনেস এনালিস্ট তাসিন মোহাম্মদ গাফফার এর বাবা ফুটবলার আবদুল গাফফার, সংগীত শিল্পী হৃদয় খানের বাবা রিপন খান,ডাক্তার ফারহানা ইভা বিন্দুর বাবা এস এম আক্কাস, অভিনেতা সাইমন সাদিক এর বাবা মোঃ সাদেকুর রহমান, সেনা কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত হোসেনের বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ আরব হোসেন, সাংবাদিক দীপ আজাদের বাবা নাজিম উদ্দিন আহমেদ।
অসংখ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ আসাদুজ্জামান এর বাবা মোঃ আফজাল হোসেন,প্রিন্টারেস্টের সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাগিব আহসানের বাবা মোঃ হামিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাব্রিনা রহমান পুষ্পর বাবা মোঃ হাবিবুর রহমান,যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আহসান হাবীব এর বাবা আব্দুর রশীদ এবং অধিকার সচেতন মহিউদ্দিন রনির বাবা মোঃ সেলিম হাওলাদার।
গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেসে আয়োজিত এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (এমপি)। এছাড়াও সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর চৌধুরী নাফিজ সারাফাত এবং ডি কে গ্রুপের চেয়ারম্যান অমিও কুমার আগারওয়ালা , বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান, গুলশান ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম হেলাল।
স্বাগত বক্তব্য রাখেন গর্বিত বাবা ফাউন্ডেশনের সেক্রেটারি মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গর্বিত বাবা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার আগারওয়ালা।
বাবা দিবসে শিল্পী ওবায়দুল্লাহ তারেক সুরলা কন্ঠে বাবাকে নিয়ে গান পরিবেশন করেন। উপস্থিত সকল গর্বিত বাবাদের নিয়ে “বাবা দিবস’র কেক কাটেন অতিথিরা।যে সকল সন্তানদের কৃতিত্বের কারণে তাদের বাবারা এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তারা অতিথিদের কাছ থেকে এ্যাওয়ার্ড ও উত্তরীয় গ্রহণকালে গর্বিত বাবাগণ তাদের অনুভূতি প্রকাশ করেন।
পরে অনুষ্ঠানে আগত সন্মানিত প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দকে গর্বিত বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সন্মাননা স্মারক বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।