বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

ট্রেনে কাটা পড়ে মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের লিফট অপারেটরের মৃত্যু

Logo
Desk Report 2 শনিবার, ০৭ ২০২৪, ১:২৫ অপরাহ্ণ

মোজাহের ইসলাম নাঈম,
নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. দেলোয়ার হোসেন (৩৪) এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. দেলোয়ার হোসেন জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে। তিনি মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের লিফট অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেন কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসে উপকূল এক্সপ্রেস ট্রেনটি মাইজদী স্টেশন থেকে সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে এলে আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে রেললাইনে দেলোয়ার হোসেন কাটা পড়ে শরীর থেকে পা আলাদা হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম তিনি বলেন, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ও জিআরপি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তারা নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

মোজাহের ইসলাম নাঈম, ব্যুরো চীফ নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়ায় সিএনজি ড্রাইভারকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ই …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার: নরসিংদীর বেলাবতে এক অজ্ঞাত(৫৫) ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। আজ (বুধবার) সকালে পৌনে ১০ টায় বেলাব উপজেলার বিন্নাবাইদ …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদিঘী উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ৫নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য (মেম্বার) মুক্তারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সাধারণ …

রোকন বিশ্বাস-হৃদয় হোসেন(সদর উপজেলা)পাবনাঃ ৩৬ জুলাই সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্রজনতার তোপের মুখে পরতে হয়েছিলো ক্ষমতাসীন আওয়ামীলীগ দলটির। দলের নেতাকর্মীদের নিজের আধিপত্য …