
মাসুম বিল্লাহ, নিজস্ব সংবাদদাতা:
গত ১৮ই সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ বুধবার জাতীয় সাংবাদিক সংস্থার ট্রাস্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
জানা যায়, ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারি এই সংস্থাটি যাত্রা শুরু করলেও এ পর্যন্ত জাতীয় সাংবাদিক সংস্থার ট্রাস্ট গঠন করা সম্ভব হয়নি।
অবশেষে সমস্ত বাধা বিপত্তির অবসান ঘটিয়ে গত বুধবার সংস্থাটির ট্রাস্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। যার রেজিস্ট্রেশন নাম্বার ৪৬/২৪.
এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম বলেন, সব ভালো তার শেষ ভালো যার, শত বাধা-বিপত্তি অতিক্রম করেও আমরা শেষ পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পেরেছি। এজন্য জাতীয় সাংবাদিক সংস্থার সংশ্লিষ্ট প্রতি আমি কৃতজ্ঞ।
এখন থেকে জাতীয় সাংবাদিক সংস্থার প্রত্যেক সদস্যকে ট্রাস্ট থেকে আইনি সহায়তা, আর্থিক সহায়তা ও পেশাগত মান উন্নয়নের সমস্ত প্রকার প্রশিক্ষণে অংশগ্রহণের সার্বিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে।