
রিদুয়ান হৃদয়, চট্টগ্রাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে, পুলিশের উপর হামলায় কর্মবিরতীর ঘোষণা দিয়েছে তারা। এমন পরিস্থিতিতে নগরীর বেশ কটি মোড় সহ চট্টগ্রামের সব উপজেলার বিভিন্ন মোড়ে শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায়।
এছাড়াও তাদের নগরী ও বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন অভিযান করেছে শিক্ষার্থীসহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
বুধবার ৭ ই আগস্ট সকালে নগরীর বহদ্দারহাট, দুই নং গেইট, জি ই সি, আগ্রাবাদ সহ নিগরীর বিভিন্ন পয়েন্টে তাদের দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, নগরীর বিভিন্ন পয়েন্টে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই হাজার খানেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। তাদের এমন উদ্যোগ দেখে অনেকেই প্রশংসা করছেন। কেউ পানি এনে দিচ্ছেন তাদের, কেউবা আইসক্রিম। তাদের প্রচেষ্টায় এখনো পর্যন্ত যানবাহন চলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারেক নিজাম বলেন ” দেশের এমন পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসতে হবে, নিজের দায়বদ্ধতা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিস্কার পরিচ্ছন্নতায় এগিয়ে এসেছি। আমাদের সাথে বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরাও যুক্ত হয়েছেন।
৬০ উর্ধ পথচারী মো: সোলাইমান বলেন, বাচ্ছাদের এমন কাজ আমাদেরকে আবগে আপ্লুত করে, আমরা এমন দেশটাই আশা করেছি, স্বাধীনতার ৫৩ বছর পরে এসে মনে হচ্ছে দেশ স্বাধীন। এরাই আগামীর বাংলাদেশ
ADVERTISEMENT