মোঃরায়হান, রাঙ্গাবালী- (পটুয়াখালী)
টানা ভারী বর্ষনে বিপর্যস্ত হয়ে পড়েছে পটুয়াখালীর রাঙ্গাবালীর জনজীবন। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতে রাস্তাঘাটে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এতে ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়েছে।
কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের কিছু কিছু আমন ধানের জমি। ফলে আমন ধানের বীজ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়াও টানা বৃষ্টিতে খাল বিল সব তলিয়ে গেছে। যার ফলে গবাদি পশু নিয়েও বিপাকে রয়েছেন খামারিরা। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমজীবী, দিনমজুর ও দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া মানুষ। দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। পাখি ও প্রাণিরাও পড়েছে মহাসঙ্কটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কোরালিয়া ও চর মোন্তাজয়ের জেলেরা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো সারি সারি ভাবে ঘাটে সাজিয়ে রেখেছেন। চোখে মুখে তাদের হতাশার ছাপ। মাত্র কয়েকটা দিন আগে নিষেধাজ্ঞা শেষ হয়েছিল। এখন নদীতে ৩ নম্বর স্থানীয় সংকেত বহাল থাকায় ও বৈরী আবহাওয়ার কারণে আবারো কর্মহীন হয়ে পড়েছেন তারা। এছাড়াও অনেক জায়গাতে বৃষ্টি ও জোয়ারের পানিতে পুকুর ও মাছের ঘের ডুবে গেছে।
এদিকে আবহাওয়া অফিস থেকে জানা যায়,
উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ূর প্রভাবে আরো কয়েকদিন ভারী ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এজন্য দেশের সমুদ্র বন্দরগুলোর উপর ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, চলতি মৌসুমে ১,৯৬০ হেক্টর জমিতে আমনের বীজতলা করেছিলাম কিছু জমিতে রোপন হয়েছে,বাকি বীচতলা পানিতে ডুবে আছে এ অবস্থা যদি আরো ১ সপ্তাহ থাকে তাহলে বীচ নস্ট হয়ে যাবে,পুনরায় বীজ করাও সম্ভব নয় কারন অনেকেই তরমুজ চাষে ঝুকবে।