
ইফতেখার হোসেন, চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রাম নগরীর টাইগারপাসে টানা বৃষ্টিপাতের কারণে সড়কে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ হয়েছে। আটকা পড়েছে মাইক্রোবাস। তবেহতাহতের কোন ঘটনা ঘটেনি।
শুক্রবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নগরের লালখান বাজারস্ এলাকার টাইগারপাস সংলগ্ন পাহাড়ের একাংশ ধ্বসে পড়ে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়, পাহাড় ধ্বসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসেরদুটি উদ্ধারকারী দল। তারা ধ্বসে পড়া মাটি সড়ক থেকে অপসারণ করেছে। দ্রুত যান চলাচল শুরু করতে ফায়ার সার্ভিস কাজ সম্পন্ন করেছে।