সুমন হাওলাদার, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
টঙ্গীবাড়ীতে রাস্তার কারপেটিং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বাঘিয়া বাজার ব্রিজ হতে বেশনাল কবরস্থান পর্যন্ত ১৫৭০মিটার দৈর্ঘ্য ও ৩মিটার প্রশস্ত সড়কটি সংস্কার কাজ চলছে।
স্থানীয়রা বলছে, এই সড়কটি দীর্ঘদিন খানাখন্দ হয়ে পরে ছিল। সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকে সড়কে নিম্নমানের ইটা ও খোয়া ব্যবহার করা হয়। খোয়ার কাজ শেষ করে দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পরে কার্পেটিংয়ের কাজ শুরু হয়। কিন্তু যেভাবে কার্পেটিং করা হচ্ছে এটা কিছুদিন পরেই উঠে যাবে। রাস্তায় মাটির আস্তর পরে আছে তার ওপরে কার্পেটিং করা হচ্ছে। এবং রাস্তার দুই পাশে যে ইটা বসানো হয়েছে সেটা খোয়ার সাথে লেভেল হয়ে যায়। ফলে যে কার্পেটিং বিছানো হচ্ছে সেটা ভারী যানবাহন চলাচল শুরু হলে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কাজ জনগণের কোনো উপকারে আসবেনা শুধু ঠিকাদার প্রতিষ্ঠানের স্বার্থ হাসিল হচ্ছে।
গতকাল শনিবার (৬ জুলাই) উপজেলার পুরা ডি সি উচ্চ বিদ্যালয়ের সামনে সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কে কার্পেটিংয়ের কাজ চলছে। কার্পেটিং অনেকাংশে উঠে গেছে।
শান্ত নামের একজন বলেন, যেখানে কার্পেটিংয়ের কাজ শেষ করার আগেই উঠে যায় সেখানে এই কাজ কিভাবে দীর্ঘস্থায়ী হবে। কিছুদিন পরেই এই কর্পেটিং উঠে খানাখন্দ সৃষ্টি হবে। সরকারের টাকা সব জলে যাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম বলেন, রাস্তার কাজ চলমান আছে। যদি কোথাও সমস্যা হয় তাহলে সেটা তাদের করে নেয়া হবে।