
সুমন হাওলাদার, নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে জমি ভরাট এবং ড্রেজার পাইপ অপসারণে বাধা সৃষ্টির অপরাধে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার যশলং ইউনিয়নের সেরাজাবাদ ও বাঘিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অর্থদন্ড দেয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু।
দণ্ড-প্রাপ্ত ব্যক্তির নাম মো. রাজন চোকদার (৩২)। তিনি সেরাজাবাদ গ্রামের আব্দুর রব চোকদারের ছেলে। এ অভিযানে সহযোগিতা করেন টঙ্গীবাড়ী থানা পুলিশ।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু বলেন, উপজেলার বিভিন্ন স্থানে ড্রেজিং করে বালু ভরাট করার খবর পেয়ে অভিযান পরিচালনা করে ১ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং ২টি ড্রেজার বন্ধ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।