
জান্নাতুল ফেরদৌস (বিথী):
গাজীপুরের টঙ্গীতে ১৭শত পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে স্থানীয় শৈলারগাতী ও দিঘিরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মাহবুব উজ জামান।
গ্রেফতারকৃতরা হলেন- আল আমিন উরফে উজ্জ্বল (৩৪), জুয়েল মিয়া (২৮), শাহিন (২৬) ও মনিরুল ইসলাম তুহিন (৩০)।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলারগাতী এলাকায় অভিযান পরিচালনা করে জুয়েল, শাহিন ও তুহিনকে দুইশ পিস ইয়াবা ও নগদ সাত হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দীঘির পাড় এলাকা থেকে আল আমিন উরফে উজ্জ্বলকে গ্রেফতার করে পুলিশ। এ সময় উজ্জ্বলের বাসা থেকে আরও ১৫শত পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা ও দুটি বিকাশ সিম উদ্ধার করা হয়।
বিকাশের তথ্য ও একটি প্রাইভেট ব্যাংকের হিসাব পর্যালোচনা করে গত ৯ মাসে আসামী উজ্জ্বলের এক কোটি ২৬ লাখ ১৪ হাজার দুইশ ১৮ টাকা লেনদেনের হিসাব পায় পুলিশ।
গ্রেফতারকৃত আসামি উজ্জ্বলের বিরুদ্ধে রাজধানীসহ টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় ১৬টি মাদক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।