শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক রবির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় নিন্দা জ্ঞাপন

Logo
Sorejominbarta বুধবার, ১২ ২০২৩, ১১:২২ অপরাহ্ণ

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক রবির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় নিন্দা জ্ঞাপন

মোঃ ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক এসএম রবির বিরুদ্ধে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশ করায় রিপোর্টার্স ইউনিটির এক জরুরী সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বুধবার (১২ জুলাই) দুপুরে পাগলাকানাই শহিদ মশিউর রহমান সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি এম এ কবীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টুর সঞ্চালনায় এ জরুরী সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক এসএম রবি, কোষাধ্যক্ষ সম্রাট শাহ, সংবাদপত্র বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, নির্বাহী সদস্য এইচ এম ইমরান, সদস্য আহসানুল কবির হিরো, রাজিব মাহমুদ টিপু প্রমুখ।
বক্তারা বলেন, সংগঠনের প্রচার সম্পাদক এসএম রবিকে হেয় প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে স্থানীয় একটি দৈনিক বীর জনতায় পত্রিকা ‘মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট’ সংবাদ পরিবেশন করা হয়েছে। যা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়াও এহেন কর্মকান্ডের বিরুদ্ধে পরবর্তীতে লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
সভা শেষে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত সংগঠনের নিজস্ব প্যাডে নিন্দা জ্ঞাপন করা হয়।

ADVERTISEMENT

মোজাহের ইসলাম নাঈম ব্যুরো চীফ নোয়াখালী নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাতায়াতের একমাত্র সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গত দুই বছর ধরে এ …

সাদ্দাম হোসেন স্টাফ রিপোর্টার সংযুক্ত আরব আমিরাতে সোয়া তিন কোটি টাকার লটারি জিতেছেন রুবেল হোসেন চাঁনহাজী (৩৭) নামের এক বাংলাদেশি। তার বাড়ি …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: জাতীয় ও দলীয় পতাকা উত্তলন র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: আগামীর দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার রুপরেখা বাস্তবায়নে সাধারন জনগনের মাঝে লিফলেট …