মোঃ ইব্রাহিম হোসেনঃ দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ঝিনাইদহ সদর ১৬নং সুরাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) ১৬নং সুরাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়।
উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির স্থানীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব জুলফিকার আলী ভুট্টো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম মিলন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিথুন জুয়েল বাবু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক লিয়াকত হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, যুবনেতা, রাজু আহমেদ, আলমগীর হোসেন আলম, আল মামুন, আরিফুল ইসলাম আরিফ, সবুজ হোসেন, নাজমুল হোসেন, সহ ইউনিয়ন যুবদল ও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ।
কর্মী সম্মেলনে বক্তারা দলকে সুসংগঠিত করতে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহবান জানান। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে কোনো ছাড় নেই।
বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, বিগত ১৭ বছর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করছি। আজ সেই আন্দোলন তার প্রাথমিক ধাপ অতিক্রম করেছে। আগামীতে একটি স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকব। সে নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দলের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহায়তা করব। যুবদলের কর্মী সভার শেষে সুরাট বাজারে একটা মিছিল অনুষ্ঠিত হয়।