
মোঃ ইব্রাহিম হোসেনঃ
স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যয়ের মধ্য দিয়ে ঝিনাইদহ সদর ১৬নং সুরাট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) ১৬নং সুরাট ইউনিয়নের বানিয়াবহু বাজারে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
১৬ নম্বর সুরাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম আরিফ এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল মামুন এর পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির স্থানীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জনাব বিল্লাল হোসেন।
প্রধান বক্তা ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের সংগ্রামী সফল সদস্য সচিব রাজপথের লড়াকু সৈনিক কর্মীবান্ধব জননেতা জনাব জুলফিকার আলী ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা মমিনুল ইসলাম মিলন, ঝিনাইদহ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিথুন জুয়েল বাবু।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জোদ্দার, সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া মুন্নু মাস্টার। আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা রাজু আহমেদ, সবুজ হোসেন, নাজমুল হাসান, গুলাম কিবরিয়া সহ প্রমুখ।
এসময় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে এবং ১৬ নম্বর সুরাট ইউনিয়ন যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।