
স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জে লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস আনুষ্ঠানিক ভাবে পালিত হয়েছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারী) ২০২৫ সকাল সাড়ে ৯ টায় লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান হোমিওপ্যাথিক ডাঃ বিশ্বাস রাজীব কিশোর এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় । এই সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ও লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠানের শিক্ষক ডাঃ প্রফুল্ল কুমার মজুমদার, ইনস্ট্রাক্টর মোঃ জাহিদুর রহমান, সামাজিক যোগাযোগ মাধ্যম ভার্চুয়ালি যুক্ত ছিলেন, ভেটেরিনারি বিভাগের শিক্ষক ডাঃ অনন্য রায় অন্তু, ডাঃ মোঃ রবিউল ইসলাম (জুয়েল), পরিচালক (উন্নয়ন) মোঃ মাসুম বিল্লাহ, রিন্টু দাস, উইলিয়াম মন্ডল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এরপর লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক (উন্নয়ন) মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন, লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠানের চেয়ারম্যান হোমিওপ্যাথিক ডাঃ বিশ্বাস রাজীব কিশোর । তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীতে যারা শহীদ হয়েছেন, সালাম, রফিক, বরকত, জব্বারসহ নাম না জানা অনেক ভাষা সংগ্রামী প্রাণের বাংলা ভাষার দাবিতে আত্মাহুতি দেন । তাঁদের রক্তের বিনিময়ে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই বাংলাদেশে । এই আত্মত্যাগ শুধু আমাদের জাতির জন্য নয়, সারাবিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে । ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারীকে “আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস” হিসেবে ঘোষণা করে, যা আজ বিশ্বব্যাপী ভাষার অধিকারের প্রতীক ।