দেলোয়ার হোসেন
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ৩০শে জুন ২০২৪ রোজ রবিবার র্যাব ১০ এর একটি আভিজেনিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রায় ৬০০০ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে
উদ্ধারকৃত মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা
গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মনি আক্তার (২১), পিতা-রহমত আলী, সাং-কালিকৃষ্ণ নগর, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা ও ২। নাসিমা আক্তার (২৬), পিতা-দেলোয়ার হোসেন, সাং-আঠারোগাছিয়া, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ADVERTISEMENT
0