গত ১০/০৭/২০২৪খ্রিঃ তারিখ ২০:২০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানর গলিয়ারা ইউনিয়নের উত্তর সূর্যনগর হতে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মানিক মিয়া (৩৯), পিতা- ফরিদ মিয়া, মাতা- হেলেনা বেগম, গ্রাম-সূর্যনগর, ইউপি-গলিয়ারা, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লার সদর দক্ষিণ থানার মামলা নং-১৭, তারিখ-১১/০৭/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(খ) রুজু করা হয়।
অপর একটি অভিযানে গত ১০/০৭/২০২৪খ্রিঃ তারিখ রাত ২১:২৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার অপর একটি টিম কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ডুবাইচর এলাকার নুর মহল কমিউনিটি সেন্টার এর সামনে হতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ওয়াশকরণী (৬০), পিতা-মৃত লেহাজ উদ্দিন, মাতা-রওশন আরা বেগম, গ্রাম-নন্দের খামার, পোঃ ভাগুর্তা, ভাগুর্তা ইউপি, ০৩নং ওয়ার্ড, থানা- সাভার, জেলা-ঢাকাকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা বুড়িচং থানার মামলা নং- ১১ , তারিখ-১১/০৭/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করা হয়।রিপোর্টার মোহাম্মদ মাহবুব আলম