মাহবুব আলম, স্টাফ রিপোর্টার :
গত ১৯/০৯/২৪খ্রিঃ তারিখ রাত ২০:৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার চড়ানল এলাকার কুমিল্লা-টু-কসবাগামী রাস্তার উপর হতে ১২২ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী ০১। ছাব্বির হোসেন @ শুভ (২৫), পিতা-মৃত আলম খান, মাতা-তানজিনা আক্তার @ কাজল, ২। মোঃ সোহাগ (২৭), পিতা-মৃত কবির হোসেন, মাতা-লাভলী বেগম, উভয় গ্রাম-পাঁচোড়া (আসকার বাড়ী), থানা-বুড়িচং, জেলা-কুমিল্লাদের গ্রেফতার করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে বুড়িচং থানার মামলা নং-৪৮, তারিখ-২০/০৯/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৪(গ) রুজু করা হয়।