স্টাফ রিপোর্টারঃ মোঃ মাহবুব আলম:
আজ ২০/০৯/২০২৪খ্রিঃ তারিখ ভোর ০৪:১০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা ,কুমিল্লার একটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার দূর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকার চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের উপর হতে একটি কাভার্ড ভ্যান (রেজিঃ নাম্বারে চট্ট-মেট্রো-ড-১১-৩৬৪৮) গাড়ি তল্লাশী করে ৭২(বায়াত্তর) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ আব্দুস শুক্কুর(২৯), পিতা-মৃত লিয়াকত আলী মাতা-নুরুন্নাহার বেগম, স্থায়ী: গ্রাম- বর্নি , উপজেলা/থানা-টঙ্গীপাড়া, জেলা-গোপালগঞ্জ, বর্তমান: গ্রাম-চাক্তাই, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে কোতয়ালী থানার মামলা নং – ৪৮, তারিখ-২০/০৯/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৩৮ রুজু করা হয়।