
স্টাফ রিপোর্টার মোঃ মাহবুব আলম
তারিখ- ২১/০৯/২০২৪খ্রিঃ
১। ইউনিট/থানার নাম : জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা।
২। বিষয় : মাদক উদ্ধার সংক্রান্ত তথ্য প্রেরণ।
৩। ঘটনার তারিখ ও সময় : ২১/০৯/২৪খ্রিঃ তারিখ ১৮:৪০ ঘটিকায়
৪। স্থান : কোতয়ালী মডেল থানাধীন দূর্গাপুর ইউপির ০৩নং ওয়ার্ডের কৃষ্ণপুর বিশ^রোড সাকিনস্থ ঢাকা-টু-চট্টগ্রাম গামী মহাসড়কের পূর্ব পাশে হোটেল আল তাজেজ এর সামনে পাকিং এরিয়ায়
৫। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ : এসআই(নিঃ)/ উক্যমং রাখাইন সঙ্গীয় এএসআই(নিঃ)/নাছের আহম্মদ, এএসআই(নিঃ)/মোঃ আরমান হোসেন, কং/২৯৯ আফি উদ্দিন, কং/১৫২১ কাজল বিশ^াস, কং/৮৯৭ মোঃ রাসেল, কং/৭৫২ অসীম বড়–য়া, কং/১৮৯৩ আকরামুল হাসান, সকলেই জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লাদের নিয়া কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার সাধারণ ডায়রী নং-২১৩, তারিখ-২১/০৯/২৪খ্রিঃ মূলে কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন ২১/০৯/২৪খ্রিঃ তারিখ ১৮:০৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর এলাকায় অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২১/০৯/২৪খ্রিঃ তারিখ ১৮:১৫ ঘটিকায় ঘটনাস্থল কোতয়ালী মডেল থানাধীন দূর্গাপুর ইউপির ০৩নং ওয়ার্ডের কৃষ্ণপুর বিশ^রোড সাকিনস্থ ঢাকা-টু-চট্টগ্রাম গামী মহাসড়কের পূর্ব পাশে হোটেল আল তাজেজ এর সামনে পাকিং এরিয়ায় পৌছিয়া আসামী ১। শরীফুল ইসলাম (২৭), ২। মোঃ হোসেন (৩৮), ৩। রঞ্জিত চন্দ্র শীল (২৫), ৪। দেলোয়ার হোসেন (৪০), ৫। মোঃ নজরুল ইসলাম (৩৮), ৬। মোঃ সাইফুল আজম সুমন (৪০), ৭। মোঃ ইকবাল হোসেন (৩৬)দেরকে একটি সবুজ রংয়ের রেজিঃ নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা সহকারে আটক করেন। তথায় উপস্থিত সাক্ষীদের হেফাজতে থাকা একটি সবুজ রংয়ের রেজিঃ নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সাটি তল্লাশী করিয়া সিএনজি অটোরিক্সার পিছনের সিটের উপর হইতে ০২(দুই) টি প্লাষ্টিকের বস্তার ভিতরে রক্ষিত তন্মধ্যে ০১টি বস্তার ভিতরে খাকী স্কচটেপ দ্বারা মোড়ানো ০৭(সাত) টি পোটলা এবং অপর ০১টি বস্তার ভিতরে খাকী স্কচটেপ দ্বারা মোড়ানো ০৮(আট) টি, ০২টি বস্তায় মোট (৭+৮)=১৫(পনের)টি পোটলা, প্রতি পোটলায় ০২(দুই) কেজি করিয়া মোট (১৫×২)=৩০(ত্রিশ) কেজি গুড়া গাঁজা পাইয়া উদ্ধার পূর্বক উদ্ধারকৃত গাঁজা সহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি সবুজ রংয়ের রেজিঃ নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা ২১/০৯/২৪খ্রিঃ তারিখ ১৮:৪০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগন তাহাদের পূর্ণাঙ্গ নাম, ঠিকানা প্রকাশ করে এবং স্বীকার করে যে, আসামী ১। শরীফুল ইসলাম (২৭) জব্দকৃত সিএনজির চালক, সে অর্থাৎ আসামী ১। শরীফুল ইসলাম (২৭) সহ অপর আসামী ২। মোঃ হোসেন (৩৮), ৩। রঞ্জিত চন্দ্র শীল (২৫), ৪। দেলোয়ার হোসেন (৪০)গন উক্ত মাদকদ্রব্য গাঁজা সমূহ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করতঃ সিএনজি অটোরিক্সা যোগে বহন করিয়া উক্ত ঘটনাস্থলে আনিয়া অপর আসামী ৫। মোঃ নজরুল ইসলাম (৩৮), ৬। মোঃ সাইফুল আজম সুমন (৪০), ৭। মোঃ ইকবাল হোসেন (৩৬)দের নিকট বিক্রয় করিতেছিল। উক্ত ঘটনায় এসআই(নিঃ)/ উক্যমং রাখাইন বাদী হইয়া কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।
৬। ভিকটিমের সংখ্যা ও বিবরণ : —-
৭। উদ্ধার : – ১। ৩০(ত্রিশ) কেজি গুড়া গাঁজা, ২। একটি সবুজ রংয়ের রেজিঃ নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা,
৮। আসামী/অভিযুক্তের নাম ও ঠিকানা : ১। শরীফুল ইসলাম (২৭), পিতা-মো: হাবিবুর রহমান, মাতা-ওফুলা বেগম, গ্রাম-খাড়েরা (হাবিব মিস্ত্রি বাড়ি), ২। মোঃ হোসেন (৩৮), পিতা-মৃত সুন্দর আলী, মাতা-জয়ধন নেছা, গ্রাম-খাড়েরা (পূর্বপাড়া আব্দুল-আলী ধান বেপারি বাড়ি), ইউনিয়ন-বাকশিমুল, ৩। রঞ্জিত চন্দ্র শীল (২৫), পিতা-জিতু চন্দ্র শীল, মাতা-লিপি চন্দ্র শীল, গ্রাম- খাড়েরা (শীল বাড়ি), ৪। দেলোয়ার হোসেন (৪০), পিতা-মৃত জলফু মিয়া, মাতা-মজিদা খাতুন, গ্রাম-খাড়েরা (চাঁন মিয়া সর্দার বাড়ি), ৫। মোঃ নজরুল ইসলাম (৩৮), পিতা- মোঃ রফিকুল ইসলাম, মাতা- মৃত আছিয়া খাতুন, গ্রাম-আনন্দপুর (রফিক মেম্বারের বাড়ী), ৬। মোঃ সাইফুল আজম সুমন (৪০), পিতা- আঃ মালেক, মাতা- মৃত নিলুফা বেগম, গ্রাম- জঙ্গলবাড়ী (মালেক এর বাড়ী), ৭। মোঃ ইকবাল হোসেন (৩৬), পিতা- মোঃ আজিজ মিয়া, মাতা- খুকি বেগম,গ্রাম- খাড়েরা (হাসপাতালের সাথে বাড়ী), সর্ব থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা
৯। গ্রেফতার : – ৭জন।
১০। গৃহীত ব্যবস্থা : কোতয়ালী থানার মামলা নং-৫৫ , তারিখ-২১/০৯/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৩৮ রুজু করা হয়।
১১। আইন-শৃঙ্খলা পরিস্থিতি: — স্বাভাবিক
১২। মন্তব্য : —
শ্রদ্ধাসহ
অফিসার ইনচার্জ
জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা।