মোঃ গিয়াস উদ্দিন লিটন, চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বন্দর ও পশ্চিম বিভাগের টিম-৫২ বিশেষ অভিযানে ১৮,০০০ (হাজার) পিস ইয়াবাসহ একজন মাদকব্যবসায়ী গ্রেফতার করে।
৩১/০৭/২৪ ইং (বুধবার) ভোর ০৪.৩৫ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন একে খান মোড়স্থ বিদ্যুৎ অফিসের সামনে চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কের উপর জেদ্দা পরিবহন বাসের যাত্রী মোঃ মাহমুদুল হোসাইন রাকিব (৩১) এর নিকট থেকে ১৮,০০০ (আঠারো হাজার) পিস ইয়াবা উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করেন।
পুলিশ পরিদর্শক মোঃ মোক্তার হোসেনের নেতৃত্বে এসআই মোঃ আইয়ুব উদ্দিন, এসআই মোঃ আলাউদ্দিন ও এএসআই মোঃ আলমগীর হোসেন সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা হয়। উক্ত ঘটনার বিষয়ে সিএমপির পাহাড়তলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।