নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে জুলাই-২৪ ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর সোমবার বিকেল ৫ টায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে উক্ত সংগঠনের আহ্বায়ক কামরুল হুদার সভাপতিত্বে ও সদস্য সচিব এবিএম ইমরান ও খোরশেদ আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব অন্তর্বর্তী কালীন কমিটির আহ্বায়ক মঈনুদ্দিন কাদেরী শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজগার্ডেন ২৪ এর প্রধান সম্পাদক, প্রবীণ সাংবাদিক ইসকান্দর আলী চৌধুরী। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ। সম্মিলিত পেশাজীবি পরিষদের সভাপতি জাহিদুল করিম কচি। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য চট্টগ্রামের সমন্বয়ক আরিয়ান লেনিন। অপর্ণা চরণ স্কুল এন্ড কলেজের (চসিক) শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আব্দুল হক। খুলশী থানা মহিলা দলের সভানেত্রী মনি আক্তার ও সাধারণ সম্পাদক কাজী কমলা। কোতোয়ালি থানা মহিলা দলের সভানেত্রী খালেদা আক্তার। এনডিএম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনসংযোগ এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি মোহাম্মদ এমরান চৌধুরী। আইএইচআরসি প্রেসিডেন্ট ও বিএনপি নেতা এম এ হাশেম রাজু। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশের এম্বাসেডর লায়ন ইলিয়াস সিরাজী। এছাড়াও সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, ইসমাইল ঈমন, আশরাফ উদ্দীন, সালাউদ্দিন আহমেদ, সাদ্দাম হোসেন খালেদা আক্তার কল্পনা সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নেজাম ইসলামী পার্টি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রব্বানী। ADVERTISEMENT