
মোঃ রাকিবুল ইসলাম
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষ্যে জুলাই গণহত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর)দুপুর আড়াইটায় নগরীর রেলগেট থেকে জমায়েত করে বিক্ষোভ মিছিল নিয়ে জিরোপয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের যে গণহত্যা হয়েছে তার সুষ্ঠু বিচার ও যারা এই হত্যার সাথে জড়িত তাদের ফাঁসির দাবি করেন সকলে।
উক্ত বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির কলেজ কার্যক্রম সম্পাদক মো: সফিউল্লাহ ও কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পদক সাইদুল ইসলাম সহ মহানগর, বিশ্ববিদ্যালয় ও উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ।