সোমবার, ডিসেম্বর ২, ২০২৪

জুলাই আন্দোলনে আহতরা আজীবন পাবেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা

Logo
Desk Report 2 শুক্রবার, ১৫ ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ণ

মাসুম বিল্লাহ, নিউজ ডেস্কঃ

জুলাই-আগস্ট আন্দোলনের সময় আহত প্রত্যেক ব্যক্তিকে আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আহতরা ইউনিক আইডি কার্ডের মাধ্যমে সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ছয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং আন্দোলনে আহত শতাধিক ব্যক্তির উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান গণমাধ্যমকে বলেন, “আগামী পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে একটি লিখিত রূপরেখা জারি করা হবে এবং তা অনুযায়ী বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।”

তিনি আরও জানান, “আহত যোদ্ধারা ইউনিক আইডি কার্ড পাবেন, যার মাধ্যমে তারা সব সরকারি হাসপাতাল থেকে আজীবন বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারবেন। এছাড়া সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বেসরকারি হাসপাতালেও তারা বিনামূল্যে সেবা পাবেন। ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।”

ডা. সায়েদুর রহমান আরও বলেন, ডিসেম্বরের মধ্যে আহতদের চিকিৎসা সংক্রান্ত সকল প্রক্রিয়া শেষ হবে এবং এ বিষয়ে কোন গাফিলতি সহ্য করা হবে না। তিনি উল্লেখ করেন, যারা আন্দোলনে পঙ্গুত্ববরণ করেছেন বা দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের পরিবারকে আর্থিক সহায়তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

-সরে/মা/বি
ADVERTISEMENT

মো: নুর ইসলাম সবুজ, লালমনিরহাট জেলা প্রতিবিধিঃ লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে তিন সাংবাদিককে লাঞ্চিত করার অভিয়োগ উঠেছে। বিনা টিকিটে ট্রেনে …

রিপন চৌধুরী, মাল্টিমিডিয়া প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে খিলক্ষেত থানাধীন খিলক্ষেত পুলিশ বক্সের সামনে আজ রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে দুটি ট্রাকের মধ্যে বেপরোয়া …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ ফরিদপুর সুগার মিলস লিমিটেড এর কর্মকর্তা মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্সদের বিরুদ্ধে নারীদের কে লাঞ্চিত, মারধর …

মোজাহের ইসলাম নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী সদর সুধারাম মডেল থানার অন্তর্গত আন্ডারচর ইউনিয়নের বাংলা বাজার এর বাজার কমিটির উদ্যোগে আয়োজিত আনশৃঙ্খলা …