রফিকুল ইসলাম, জামালপুর থেকেঃ
ঘটনাটা ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং পাররামরামপুর ইউনিয়নের মধ্যের চর গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজিমউদ্দীন এর স্ত্রীর রাজ হাঁসের পাল ০৯-০৫-২০২৪ইং রোজ বৃহস্পতিবার সকাল বেলা আনুমানিক ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়ির দিকে যায়, পরে হাঁস রাস্তার দিকে উঠে আসতে দেখে কাজিমউদ্দিন এর স্ত্রী , হাঁস চোখের সামনে পড়ার সাথেই দেখতে পায় হাস অসুস্থ হয়ে পড়েছে কিছুখন হাস দেখতে থাকে পরে এক পর্যায়ে হাঁস অসুস্থ বেশি হয়ে পরে যায় , তৎক্ষণিক করে হাস মারা যাওয়া শুরু করে পরে কয়েকটা হাঁস জেতা অবস্থায় জবাই করে খাওয়ার উপযুক্ত করা হয় ।
কাজিম উদ্দিনের স্ত্রী বলে ঝগড়ার জের ধরে পাশের বাড়ির লোকেরা পানিতে বিষ মিশিয়ে আমার রাজহাঁস তাঁরা মেরে ফেলেছে । হাঁসের মালিক মোঃ কাজিম উদ্দিন এর সঠিক বিচার চাই , আমি বাড়িতে না থাকলেই এরা এইভাবে জিনিসের উপর অন্যায় অত্যাচার করে । এর আগেও কে বা কাহারা আমার জমিনের ১০০ টি ছোটো গাছ কাটা সহ বাড়ি থেকে আইফোন চুরি করে নিয়ে যায় দিনের বেলায় ,
আমি এর সামাজিক ভাবে সঠিক বিচার চাই ।