
আমিরুল ইসলাম হিরা, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহ দক্ষিণ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন গতকাল মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ময়মনসিংহ দক্ষিণ জেলা’র কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে মোঃ প্লাবন সরকার-কে সভাপতি এবং মোঃ ছলিম উল্লাহ-কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দীন হেলাল এর সুপারিশে কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী গত ১১-০২-২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার এর ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটি অনুমোদন করেন।
অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ হলেন সভাপতি মোঃ প্লাবন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্লাহ। সিনিয়র সহ-সভাপতি আসকার উদ্দীন আহাম্মেদ সোয়াদ, অন্যান্য সহ-সভাপতিগণ হলেন মোঃ আমিরুল ইসলাম হীরা মোঃ রুহুল আমিন, মোঃ রফিকুল ইসলাম কাজী, অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আল ইমরান, মাহমুদুর রহমান জিন্নাহ, সালাউদ্দীন কাদের মুকুল, মোঃ সালমান রহমান, উমর ইবনে হাসান তালুকদার, মোঃ শরিফুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম-২, আসাদুজ্জামান চান মিয়া, মোঃ সজিব সরদার।
যুগ্ম-সাধারণ সম্পাদক হচ্ছেন মির্জা আরিফুল ইসলাম বেগ, জাহিদ হাসান পল্লব, জয়নুল আবেদীন তপন, মোঃ জসিম উদ্দীন, কাউসার আলী আফ্রিদী, মোঃ আজিজুল হাকিম হৃদয়, ফখরুল আবেদীন, মোঃ সাইফুল আসলাম দুলাল, ইমান আলী ফরাজী, মোঃ রফিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ কায়সার আহমেদ।
এছাড়া কমিটির কোষাধ্যক্ষ আশিকুর রহমান আশিক, প্রচার সম্পাদক রাফিদ আহাম্মেদ খান আফজাল, ধর্ম বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান রাকিব, আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ রফিকুল ইসলাম ঢালী, ক্রীড়া সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক জুন-নু-রাইন চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তাওহীদ আহাম্মেদ সানী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম রাফি।
এই কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) হিসেবে রয়েছেন মুহতাসিম হোসেন। উল্লেখ্য, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছে।