জাসদ চাঁপাইনবাবগঞ্জ ০১ নম্বর পৌর ওয়ার্ড শাখার কমিটি গঠন,নেতৃত্বে রেজাউল-মনিরুল এসএম রুবেলচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ চাঁপাইনবাবগঞ্জ পৌর ০১ নম্বর ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা মোড়ের একটি হোটেলে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে রেজাউল করিম ও মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও পৌর কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এর উপস্থিতিতে ৭ সদস্য কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মুঞ্জর আলম,সাইদূর রহমান,শরিফুল ইসলাম,মো মামুন,এসএম রুবেল। এর আগে একই স্থানে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেয় নেতাকর্মীরা। এসময় আরও উপস্থিত ছিলেন,জাসদ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ADVERTISEMENT