মোহাম্মদ শাহীন-চট্টগ্রাম সীতাকুণ্ড ৪ নং মুরাদপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড দক্ষিণ রহমত নগর গ্রামে। জায়গা জমির বিবাদের জের ধরে মাস্টার মনিরুজ্জামান এর বাড়িতে এক অসহায় পরিবারের উপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের মা-মেয়ে সহ ৪ জন নারী গুরুতর আহত হয়। এক পর্যায়ে মারামারি ও হৈচৈ শব্দ শুনে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
এতে ভুক্তভোগী তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে প্রেরণ করা গেলেও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনার জেরে পুরোএলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার জাতীয় দৈনিক সরেজমিনকে জানান এই ঘটনার জন্য সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করতে গেলেও মামলা নেয়নি সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। এ ব্যাপারে ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিনের সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি,সমাজপতি ইসমাইলের সাথে ঘটনার বিষয়ে জানতে চাইলে,তিনি বলেন আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।আমি মাকে নিয়ে হাসপাতালে ছিলাম। ঘটনার দিন মাকে নিয়ে বাড়িতে ঢোকার সময় রুবি আক্তারকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে যেতে দেখেছি।
৯ নং ওয়ার্ড জনপ্রতিনিধি কামালের কাছে জানতে চাইলে তিনি জাতীয় দৈনিক সরেজমিনকে বলেন এ বিষয়ে আমাদের কিছু করার ছিল না,দুই পরিবারের দীর্ঘদিনের জায়গা জমি নিয়ে বিবাদ চলছিল সামান্য ইট রাখাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে,আমরা দুই পক্ষকে নিয়ে বসে সমাধান দেওয়ার চেষ্টা করেছি তো শেষ পর্যন্ত ব্যর্থ হই,তারা দুইয় পক্ষ থানা এবং কোর্টে চলে যায়,পরে ভুক্তভোগী রুবি আক্তার (৪৩) বাদী হয়ে গত ১২/০৫/২০২৪ ইং তারিখে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮ জনের নাম উল্লেখ করে এবং ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি সিআর মামলা দায়ের করে। উল্লেখিত আসামিরা হলো ১/মোঃজসিম উদ্দিন (৪২) পিতা- মৃত-জালাল আহমদ। ২/মোঃ আলমগীর প্রঃ মঞ্জু(৪১) পিতা- মৃত-কবির আহমদ।৩/মোঃ লিয়াকত (৩০) পিতা-মৃত-জালাল আহমদ। ৪/মোঃ শাকিল (২৫) পিতা মোঃ জাকির হোসেন। ৫/মোঃ জাকির হোসেন (৫৫) পিতা মৃত- আবুল হাসেম প্রঃ অজি মিয়া।৬/মোঃ শরীফ (২১) পিতা মোঃ জাকির হোসেন। ৭/মোঃ আরাফাতুল ইসলাম পিনন (২১) পিতা মানিক মিয়া। ৮/মোঃ কামাল(৩২) পিতা- জাকির হোসেন।