মাসুম বিল্লাহ, ডেস্ক রিপোর্টঃ
বহু জলজ্যান্ত প্রাণ বিসর্জনের ঘটনায় আলোচনা সমালচনার জন্ম দেওয়া সেই রাণা প্লাজা ধ্বসের মামলায় হাইকোর্ট মালিক সোহেল রানাকে ৬ মাসের জামিন দিয়েছেন। এই ভবন ধ্বসে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
আজ মঙ্গলবার বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে. এম. হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা জানান, হাইকোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
এর আগে ২০২২ সালের মার্চে হাইকোর্ট সোহেল রানাকে কেন জামিন দেওয়া হবে না, সে বিষয়ে একটি রুল জারি করেছিল।
গত বছর ৬ এপ্রিল আদালত তাকে জামিন দিলেও ৯ এপ্রিল আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধ্বসে পড়ে। বাংলাদেশের ইতিহাসে এই শিল্প দুর্ঘটনায় ১,১৩৬ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই ছিলেন গার্মেন্টস শ্রমিক।
এই ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি হিসেবে ছিলেন ভবনটির মালিক সোহেল রানা।
মা/বি/সরে