মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ….ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের

Logo
Desk Report 2 শুক্রবার, ১৫ ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ

ইলিয়াছ হোসাইন, নিজস্ব প্রতিবেদকঃ

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এখানে থাকবে না শোসন বঞ্চনা ও প্রতিহিংসা। সংবিধানের আলোকে সকলকে সে অধিকার প্রদান করা হবে। ১৯৪৭ সালে ব্রিটিশদের হাত থেকে পাকিস্তানকে স্বাধীন করা হয়েছে। সে স্বাধীনতাও টিকলো না। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অগণিত মানুষের তাজা রক্ত ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি একটি লাল সবুজের পতাকা। এ স্বাধীনতাও আমরা প্রাণভরে ভোগ করতে পারিনি। শুরু হল, শোসন ও লুটপাট। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর আরেকটি যুদ্ধের মধ্য দিয়ে আমরা ৫ আগস্ট পেয়েছি। এই ৫ আগস্ট ধরে রাখতে হলে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দূর করতে হবে সকল বৈষম্য, লুটপাট ও প্রতিহিংসা। এতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে ৫ আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে। দেশের মৌলিক পরিবর্তনের জন্য প্রয়োজন দূর্নীতিমুক্ত ও সৎ নেতৃত্ব।

তিনি আ’লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনার যদি ভালো হয়ে যেতে যান, তাহলে আমাদের সকল সহযোগিতা থাকবে। আর যদি আবারও স্বৈরাচারী কায়দায় মেতে উঠার চেষ্টা করেন, সে পরিণাম ভালো হবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। স্বৈরাচারের দোসররা এখনো ওৎপেতে রয়েছে।

ডাঃ তাহের শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, তিনি এখন ভারতে রয়েছেন। তবে কোন জায়গায় রয়েছেন সেটাও বলে না। ইতোমধ্যে তিনি দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছেন। সেখানে বসে বসে, দেশের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। আপনি (শেখ হাসিনা) যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন, তাহলে গোপনে যেভাবে দেশ ত্যাগ করেছেন, আবারও দেশে এসে আদালতে আত্মসমর্পন করুন। আদালত আপনার ন্যায়-অন্যায়ের সকল বিচার করবে। ডাঃ তাহের শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে পৌর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন, শহীদ সাহাবউদ্দিন পাটোয়ারীর পিতা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারী, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান, পৌর জামায়াতের সাবেক আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, ভিপি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এ সময় বিভিন্ন ওয়ার্ড জামায়াতের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে গত ১৮ বছর বিভিন্ন মামলায় কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দেয়া হয়। ময়নামতি সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শেষে সম্মেলনের পরিসমাপ্তি ঘটে।

ADVERTISEMENT

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি ও ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টারঃ ওমানকে হারিয়ে যুব এশিয়া কাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। মাঝের দুই ম্যাচ উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও …

চট্টগ্রাম ব্যুরো : চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই আজহারুল ইসালাম, এসআই লুৎফর রহমান,এএসআই সোহেল রানা, এএসআই রাজু …

চট্টগ্রাম ব্যুরো : দীর্ঘদিন ধরে অধিকারবঞ্চিত ও বৈষম্যের শিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।বৈষম্য বিরোধী সাংবাদিক …