নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম মানবসেবায় নিবেদিত চট্টগ্রামের বেসরকারি সংগঠন ” জাফর আহমদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার প্রায় একশত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিগত কয়েক বছরের তুলনায় এই বছর শীতের তীব্রতা অনেক বেশি। এতে সমাজের খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়ে। এই দুর্দিনে তাদের দিকে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে ” জাফর আহমদ চৌধুরী ফাউন্ডেশনের।
সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করেন সংস্থাটি। এই সময় সংস্থাটির প্রধান নির্বাহী হাসিনা জাফর নিম্নবৃত্তদের মাঝে কম্বল বিতরণে সমাজের বিত্তবানদের হাত বাড়িয়ে দিতে উৎসাহিত করেন। ফাউন্ডেশনের ইতিবাচক কার্যক্রম ইতিমধ্যে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে বিপুল আগ্রহ তৈরী করেছে। শীতের কম্বল হাতে পেয়ে হাসিমুখে উপকারভোগীরা বলেন, “এই তীব্র শীতে তারা আমাদেরকে কম্বল দিয়েছে, আমরা মন থেকে তাদের দোয়া করি।
এই ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা হাসিনা জাফর বলেন আমার স্বামী জাফর আহমেদ বলেন আমার স্বামী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক ছিলেন । মনে প্রানে তিনি আওয়ামীলীগের কর্মী ছিলেন । তার চিন্তা চেতনায় ছিল গরীব ও অসহায় মানুষের সেবা করা । কিন্ত তিনি আজ এই পৃথিবীতে নেই , কিন্ত তার এই ভালো কর্মকে ধরে রাখার জন্য তার নামে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি । আজ এই প্রচন্ড শীতে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করতে পেরে খুব ভালো লাগছে ।