জাতীয় সাংবাদিক সংস্থা কেরানীগঞ্জ শাখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন।
স্মার্ট বাংলাদেশর স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সাংবাদিক সংস্থার কেরানীগঞ্জ শাখা কমিটির বর্ণাঢ্য আয়োজনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হলো।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের সূচনা করা হয় কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুরের ইটাভাড়া জাতীয় সাংবাদিক সংস্থা কেরানীগঞ্জ শাখার অস্থায়ী কার্যালয়ে। পরবর্তীতে ১৫ পাউন্ডের কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়।
পরবর্তীতে দোয়ার মাধ্যমে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেল সহ-১৫ই আগস্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা ও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগের সভাপতি মোঃ হাসান আলী,জাতীয় সাংবাদিক সংস্থা কেরানীগঞ্জ শাখার সভাপতি, মোঃ আতাউর রহমান আতিক, সহ সভাপতি মোহাম্মদ তাজিমুদ্দিন তজু, সহ সভাপতি মোহাম্মদ আতিকুজ্জামান পিন্টু, সাধারন সম্পাদক আলতাফ হোসেন অমি , অর্থ সম্পাদক ওয়াহিদুল রহমান,দপ্তর সম্পাদক কাজল দেওয়ান,প্রচার সম্পাদক আজিজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রানা আহমেদ বিন্দু, কৃষি ও সমবায় সম্পাদক মোহাম্মদ জাকিরুল ইসলাম, গবেষনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাহাদাত হোসেন মিল্টন , কর্যকরি সদস্য মোহাম্মদ তানসীন আলম নাহিদ, সদস্য রাকিব, উজ্জ্বল, ফরহাদ,আলামিন ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন আয়নাল, ১ ২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার জুলি আক্তার, হযরতপর ইউনিয়নের যুবলীগ নেতা ইমন, হযরতপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ নুরুজ্জামন সেন্টু।