সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৫-২৬ বর্ষের নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন

Logo
Desk Report 2 রবিবার, ২২ ২০২৪, ৪:২০ অপরাহ্ণ

মাসুম বিল্লাহ, নিউজ ডেস্ক:

ঢাকা: সাংবাদিকদের ঐক্যের প্রতীক জাতীয় সাংবাদিক সংস্থা ২০২৫-২৬ বর্ষের নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান রাজধানীর সেগুন বাগিচার কচিকাঁচা মিলনায়তনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

২২ ডিসেম্বর, রবিবার, সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি ৪৩ বছরের ঐতিহ্যবাহী সংস্থার সাফল্যময় অগ্রযাত্রার নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সাংবাদিক, গণমাধ্যমকর্মী, পেশাজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি তার বক্তব্যে সাংবাদিকতার স্বাধীনতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।

সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম। তিনি বলেন, “সংবাদপত্রের শক্তি আমাদের সমাজ ও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। জাতীয় সাংবাদিক সংস্থা সেই শক্তিকে সংহত করতে অগ্রণী ভূমিকা পালন করছে।”

বিশিষ্ট সুফি তত্ত্ববিদ ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা খাজা ওসমান ফারুকী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন লায়ন ডক্টর খন্দকার মাজহারুল আনোয়ার (এমজেএফ), মোঃ জাকির হোসেন রিপন, ইঞ্জিনিয়ার মোঃ গোলাম মোস্তফা, ঈশিতা ইসলাম, কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম, এবং মোঃ সাউকী বিপ্লব। তারা সাংবাদিকতার উন্নয়নে জাতীয় সাংবাদিক সংস্থার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

ADVERTISEMENT

অনুষ্ঠানে সাংবাদিক নেতা ও সমাজসেবক মোঃ সাউকি বিপ্লব তার বক্তব্যে সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সাংবাদিকদের শুধু তথ্য পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।” তার বক্তব্য শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানের শেষে জমকালো সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের হৃদয় জয় করে নেয়।

প্রথমে বিশিষ্ট যাদুশিল্পী ইমারত হোসেন ঈমন তার আকর্ষণীয় ম্যাজিক পরিবেশনার মাধ্যমে পুরো মিলনায়তনকে মুগ্ধ করেন। তার চমকপ্রদ উপস্থাপনায় অতিথিরা দারুণভাবে আনন্দ উপভোগ করেন।

এরপর মঞ্চে আসেন বাংলাদেশ সিআইডিতে কর্মরত বিশিষ্ট নৃত্যশিল্পী সুলতানা চৌধুরী। তিনি জনপ্রিয় গান ‘বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে’-এর তালে দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন। তার পরিবেশনা পুরো মিলনায়তনকে উচ্ছ্বাসে ভরিয়ে তোলে।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন হিলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রেজাউল ইসলাম লাকী, যিনি অভিষেক উদযাপন কমিটির সদস্য সচিব।

এবারের অভিষেক অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল সাংবাদিকতার মাধ্যমে সামাজিক উন্নয়ন। বক্তারা সংস্থার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নতুন নেতৃত্বের প্রতি তাদের আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৫-২৬ বর্ষের এই অভিষেক অনুষ্ঠান সফলভাবে শেষ হওয়ায় উপস্থিত সকলেই সন্তুষ্টি প্রকাশ করেন এবং সাংবাদিকতার উন্নয়নে নতুন পরিষদের কাছ থেকে আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

 

সরে/মা/বি

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …