মোঃ রিপন হাওলাদার:
দ্বিতীয় বছরের মতো উদযাপিত হলো‘জাতীয় সংবিধান দিবস’। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’। গত বছর এই তারিখকে ‘ক’ শ্রেণির জাতীয় সংবিধান দিবস হিসেবে ঘোষণা করে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হলেও এই নিয়ে দ্বিতীয় বারের মতো দিবসটি যথাযথ ভাবে পালিত হয়েছে।
জাতীয় সংবিধান দিবসের তাৎপর্য উল্লেখ করে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উদযাপন উপলক্ষে (শনিবার ৪ নভেম্বর ২৩ ইং)সকাল ১১টায় রাজধানীর হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে একটি সেমিনারের আয়োজন করা হয় ।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী(এম পি)।
আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোঃ মঈনুল কবির।মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ও ডিন ড.এস এম মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার,আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক (এম পি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি সহ অন্যান্যরা জাতীয় সংবিধান দিবসের তাৎপর্য নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।