
মোঃ ইব্রাহিম হোসেনঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) ধানমন্ডিতে কৃষক লীগের আয়োজনে এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে বক্তরা বলেন, আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনব। অন্তর্বর্তী সরকার অবৈধ সরকার। সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান নেই। সংবিধান বহাল রেখে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, এটা অবৈধ।
বক্তারা আরও বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার যে নীল নকশা এঁকেছিল, তা ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্ট। তারা (যুক্তরাষ্ট্র) বাংলাদেশের সেন্ট মার্টিন নেওয়ার জন্য দেশরত্ন শেখ হাসিনাকে বলেছিল। কিন্তু শেখ হাসিনা তাদের প্রস্তাবে রাজি হননি। এখন ড. ইউনূসের মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে।
আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গবন্ধুর রেখে যাওয়া রক্তের উত্তরাধিকার ও পবিত্র আমানত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাসহ তাঁদের পরিবারবর্গের দীর্ঘজীবন ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা ও পরিচালনা করেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য খাজা শেখ খন্দঃ রাশেদুল সিদ্দিক (পিপুল)।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় জাতীয় কমিটি অন্যতম সদস্য ওমর ফারুক, জাতীয় কমিটির সদস্য ও ঢাকা জেলা উত্তরের যুগ্ম আহ্বায়ক আর কে মুক্তা , কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কাউসার , কৃষক লীগ নেতা রবিনসহ প্রমূখ।