শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

Logo
Desk Report 2 শনিবার, ০২ ২০২৪, ৮:১৩ অপরাহ্ণ

ইলিয়াছ হোসাইন, নিজস্ব সংবাদদাতাঃ

“দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা’এর আয়োজনে ১লা নভেম্বর, রোজ শুক্রবার আনুষ্ঠানিক ভাবে উদযাপিত হলো জাতীয় যুব দিবস ২০২৪।

দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে আমন্ত্রিত অতিথিসহ সকল যুব ও যুবনারীবৃন্দ, যুব র‍্যালিতে অংশগ্রহণ করেন। উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ও যুব উন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রুবাইয়া খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণের সহকারী ভূমি কমিশনার সৈয়দ রেফাঈ আবিদ। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য প্রদান করেন জনাব মো: সালাহউদ্দিন মাহমুদ। উপস্থিত সবাইকে শপথ পাঠ করান ছাত্র প্রতিনিধি জনাব শরিফুল ইসলাম রাকিব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সফল আত্মকর্মী জনাব মোঃ জহিরুল ইসলাম । তিনি তার বক্তব্যে যুবদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির ব্যাপারে গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে প্রশিক্ষণের সনদপত্র, যাতায়াত ভাতা ও যুবঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব কামরুল হাসান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী যুব সংগঠক সফল আত্মকর্মী, ছাত্র প্রতিনিধি, যুব ও যুব নারী উপস্থিত ছিলেন ।

ADVERTISEMENT

এইচ এম আমজাদ হোসেন মোল্লা   বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ঃ৩০ ঘটিকায় গ্র্যান্ড, হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকায় বিকেএমইএর বিশেষ বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত …

মোজাহের ইসমাইল নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কোদালের ডান্ডা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টার: নরসিংদীর শিবপুরে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় দৈনিক …

পার্বত্য বান্দরবানের লামায় উপজাতি বাঙালি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী একটি চক্র বেপরোয়া হয়ে উঠেছে। এরা লাগামহীনভাবে মানুষের সম্পদ লুট করে চলছে। অক্টোবর-২৪ লামা উপজেলা …