নিজস্ব সংবাদদাতাঃ
জাতীয় দৈনিক সরেজমিন বার্তার খুলনা বিভাগীয় ব্যুরো চীফ হিসেবে মোহাম্মদ সাউকি বিপ্লবকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগের মাধ্যমে খুলনা বিভাগের সাংবাদিকতা আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
নতুন দায়িত্বে মোহাম্মদ সাউকি বিপ্লব গোটা খুলনা বিভাগের প্রতিটি জেলার প্রতিনিধি নিয়োগের পাশাপাশি তাদের কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করবেন। এছাড়া, সংবাদপত্রের জন্য বিজ্ঞাপন সংগ্রহের গুরুত্বপূর্ণ দায়িত্বও তিনি পালন করবেন।
তাঁর এই নিয়োগে খুলনা বিভাগের সাংবাদিকতা পেশায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। দায়িত্বপ্রাপ্তির পর মোহাম্মদ সাউকি বিপ্লব বলেন, “জাতীয় দৈনিক সরেজমিন বার্তার মতো একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”
খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে গণমাধ্যমকর্মীরা তাঁর নিয়োগে শুভেচ্ছা জানিয়ে বলেন, এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে খুলনা বিভাগের সাংবাদিকতা আরও জবাবদিহিমূলক এবং পেশাদারিত্বপূর্ণ হয়ে উঠবে বলে তাঁরা আশাবাদী।
জাতীয় দৈনিক সরেজমিন বার্তার সম্পাদকমন্ডলী বলেন, “মোহাম্মদ সাউকি বিপ্লব একজন অভিজ্ঞ ও দক্ষ সাংবাদিক। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে খুলনা বিভাগের সাংবাদিকতা আরও উন্নত ও মানসম্পন্ন হবে।”
মোহাম্মদ সাউকি বিপ্লবের জন্য রইলো শুভকামনা। আশা করা যাচ্ছে, তাঁর নেতৃত্বে খুলনা বিভাগের গণমাধ্যম কার্যক্রমে নতুন গতির সঞ্চার ঘটবে।
-সরে/সা/বি