
রোকন বিশ্বাসঃ
ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর কারামুক্তি উপলক্ষে আজ সোমবার দুপুর আড়াইটায় ঈশ্বরদী বাজারের ১নং গেট সংলগ্ন পুরাতন বাস স্ট্যান্ডে এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন বহরে কথিত হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সহ স্থানীয় বিএনপির ৯ নেতাসহ ৪৭ জনের সবাইকে খালাস দেয় হাইকোর্ট। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার ৫ দিন পর আজ ১০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছেন ঈশ্বরদী বিএনপির প্রভাবশালী এই নেতারা।
একাধিক সূত্রে জানা গেছে, খালাস প্রাপ্ত নেতাদের মধ্যে ৩০ জন আগেই কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত ৬ জনের মধ্যে যারা পাবনা কারাগারে রয়েছেন তারা আজ সোমবার মুক্তি পাবেন। এছাড়াও রাজশাহী ও ঢাকার কেরানীগঞ্জ কারাগারে থাকা নেতারা আগামীকাল মঙ্গলবার মুক্তি পাবেন বলে জানা গেছে।
এজন্য আজ সোমবার বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সহ কয়েকজনকে বিশাল রিশিভশন সহ ঈশ্বরদীতে এনে গণসংবর্ধনা প্রদান করা হবে।
আর আগামীকাল মঙ্গলবার একই সময়ে সাবেক মেয়র বিএনপি নেতা মকলেছুর রহমান বাবলুসহ অন্য নেতাদের সংবর্ধনা প্রদান করা হবে।
এদিকে খালাসপ্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু’র গণসংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ঈশ্বরদীতে তার কর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রিয় নেতাকে বরণ করতে তাইতো মহাব্যস্ত সময় পার করছেন তারা। গণসংবর্ধনা সফল করতে ঈশ্বরদী শহর জুড়ে করা হচ্ছে মাইকিং।
গণসংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিত আহ্বায়ক এস এম ফজলুর রহমান জানান, আজ সোমবার পাবনা জেলা কারাগারে থাকা বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, মোস্তফা নূরে আলম শ্যামল, শহীদুল ইসলাম অটল ও রেজাউল করিম শাহীন মুক্তি পাবেন। এদের মধ্যে শাহীন একদিন পরে মুক্তি পাবেন বলে জানা গেছে।
তিনি আরও জানান, জাকারিয়া পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় বিএনপি ও পাবনা জেলা বিএনপির শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।