খাদেমুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো-জাপান সরকারের প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর জাইকা নলেজ কো-ক্রিয়েশান প্রোগাম ফর লং টার্ম পার্টিসিপেন্টস "ইনভেস্টমেন্ট প্রোমোশন এন্ড ইন্ডাসট্রিয়াল ডেভলপমেন্ট ফর এশিয়ান রিজিওন" প্রোগ্রামের আওতায় ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপানে দুই বছর মেয়াদি এমবিএ প্রোগ্রামে অধ্যয়ন করার জন্য সুযোগ পেয়েছে সন্দ্বীপের সন্তান আমজাদ হোসেন।
স্কলারশিপ প্রোগ্রামের মেয়াদকাল থাকবে ২ বছর (সেপ্টেম্বর ২০২৩ থেকে আগস্ট ২০২৫)। চলতি বছরে জাপানে উক্ত স্কলারশিপের আওতায় এমবিএ প্রোগ্রামে অধ্যয়নের জন্য বাংলাদেশ থেকে একজনকে নির্বাচিত করা হয়েছে। আমজাদ হোসেন বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এর সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছে। তার শৈশব কৈশর কেটেছে সন্দ্বীপে। সন্দ্বীপের রহমতপুর উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, সরকারি হাজী এ.বি কলেজ থেকে এইচ.এস.সি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বিবিএ (ফাইন্যান্স) এবং স্নাতকোত্তর এমবিএ (ফাইন্যান্স) শেষ করেন।
বাবা সামছুল আলম ও মাতা মাহফুজা বেগমের ৪ সন্তানের তিনি সর্ব কনিষ্ঠ। তিনি সন্দ্বীপ পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের ছটাইরগো বাড়িতে জন্মগ্রহন করেন। বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান যুগে উচ্চ শিক্ষা অর্জনে আপনি কোথায় বেড়ে উঠেছেন সেটি কোন বাঁধা নেই। দেশের যেকোনো প্রত্যন্ত অঞ্চলের স্কুল- কলেজ থেকে পড়াশোনা করেও উচ্চ শিক্ষার সোপানে পা রাখা সম্ভব। থাকতে হবে স্বপ্ন এবং সে স্বপ্ন পূরণের জন্য অধ্যবসায়। ঠিক তেমনি বিদেশে উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রেও কে কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে সেটিও কোন প্রতিবন্ধকতা নয়।