
জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাকা রাস্তা ড্রাম ট্রাকের কারণে হয়ে গেল কাঁচা রাস্তায়
হাবিবুর রহমান ব্যুরো প্রধান
রংপুর
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের গ্রামীন অবকাঠামো উন্নয়নের নতুন পাকা রাস্তা ছয় মাস আগে সংস্কার করে নতুন রূপ ধারণ করলেও উক্ত ইউনিয়নের হাবুলার স্কুল ঘাট, ভোলারঘাট, ও বারোমাসি ঘাট, প্রতিনিয়ত ভেকু দিয়ে বালু উত্তোলন, ড্রাম ট্রাক দিয়ে বালু পরিবহনের কারণে ধর্মপাল ইউনিয়নের খ্যারকাটি রাস্তা থেকে শুরু করে সকল রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে রাস্তার একাধিক জায়গায় রাস্তা দেবে গিয়েবড় বড় গর্ত খাল খন্দকের সৃষ্টি হয়েছ। গ্রামীণ অবকাঠামোর সুন্দর এই রাস্তা এখন জনগণের মহা দুর্ভোগ দাঁড়িয়েছে । গ্রামীন কৃষক পণ্য সহজেই রাস্তা দিয়ে এখন আর ভ্যানে করে নিয়ে যেতে পারছে না দুর্ঘটনা হয়ে গেছে নিত্য সঙ্গী। এ ব্যাপারে এলাকাবাসী একাধিক জন অভিযোগ করেন যে বালু মহল ড্রাম ট্রাক চলাচলের বিরুদ্ধে কথা বললে তারা আমাদের নামে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করেন। এ ব্যাপারে ধর্মপাল ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কথা বলে তিনি বলেন আমি বহুবার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছি। বন্ধ করতে পারিনি এই বালু মহলের আপ তৎপরতা এই সকল কারণে আমার ইউনিয়নের একাধিক রাস্তা প্রায় নষ্ট হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রতিটি গ্রামকে আধুনিকায়ন ও শহর বানানোর জন্য চেষ্টায় লিপ্ত রয়েছেন। তখন ধর্মপাল ইউনিয়নে চলছে তার উল্টোটা।